নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি পয়েন্টে শক্তিশালী ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। উত্তোলিত এসব বালু বিভিন্ন স্থানে ফসলি জমির ওপর স্তুপ করে রাখা হচ্ছে।
ড্রেজার,শ্যালো মেশিনের সাথে বড় বড় পাইপ সংযুক্ত করে অনেকদূর পর্যন্তও এই বালু নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের অভিযোগ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ মে) উপজেলার বিষ্ণুপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বেলা সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী।
এসময়ে তিনি আগ্রাসীভাবে বালু উত্তোলনের কারনে পরিবেশ বিপর্যয় ও চাষাবাদ ব্যাহত হওয়া সহ বহুমুখী সমস্যা দেখা দেওয়ায় পৃথক দুটি স্থান থেকে বালু উত্তোলনে ব্যবহার্য্য মেশিন, পাইপসহ অন্যান্য সামগ্রী জব্দ করেন। অভিযানকালে থানা পুলিশ ও উপজেলা ভুমি অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।