শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

কালিগঞ্জে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকেঃ 

কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা নানাবিধ অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সরেজমিনে তদন্ত করেণ সাতক্ষীরা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাগর আলী। পরিদর্শক হিসাবে ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোঃ রুহুল আমিন ও মোঃ আরিফ বিল্লাহ। অভিযোগকারী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিকট থেকে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহন করেণ।

এ সময়ে উপস্থিত ছিলেন সা‌বেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাৎ হো‌সেন, উপজেলার ভাড়াশিমলা ইউ‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস‌্য ডাঃ আব্দুল কা‌দের, ইউ‌পি সদস‌্য নিজাম উ‌দ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল খা‌লেক, সংর‌ক্ষিত ইউ‌পি সদস‌্য আ‌লেয়া খাতুন, স্থানীয় গ্রামবা‌সি আব্দুল গফুর, জিন্নাত আলী খাঁন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক ম‌নিরুল ইসলাম, শিক্ষক আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা রেহানা পারভীন প্রমুখ। উল্লেখ্য যে, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অরপে মাষ্টারদা এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানাবিধ অভিযোগ দায়ের করেণ ভুক্তভোগীসহ এলাকাবাসী। তার অপসারণের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই প্রেক্ষীতে এ তদন্ত সম্পন্ন হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।