শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তাঁরই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে কৃষি প্রযুক্তি।
উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদন শীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” এর আওতায়।তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর শুভ সূচনা উপজেলা কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে মেলা উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১লা মার্চ পর্যন্ত।
কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে ,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মো: জামাল উদ্দীন,উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম মুন্সি।উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন”আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে।সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, কোন জমি পতিত রাখা যাবে না।পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে।আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১২টি স্টল রয়েছে। এ সকল স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সহ সহকারি উপ কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।