শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরোঃ
যত্নে রাখি শিশু ও মা,গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্য কে নিয়ে কালিগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে,গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর -২৪) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী ‘র সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারি অফিসার আব্দুল সোহাবান সঞ্চালনায় এপ্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক কমিটির সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা মহিলা অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত,কালিগঞ্জ ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন,আল নুর আহমেদ ইমন প্রমূখ। প্রশিক্ষণে ৯৬ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন” মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার,তাই মাকেই তার শিশুর জন্মের পরের পরিচর্যাগুলো যুগোপযোগী ভাবে করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।