শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
বাড়ির মালিককে মারপিট করে এবং বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন নগর গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য লুৎফার গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন গাজীর বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক মামুন জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ৩ টার দিকে জানালা দিয়ে আমার স্ত্রীর গায়ে পানি ছিটা মারে।
আমার স্ত্রী বলে আমার গায়ে পানি ছিটা লাগলো কি করে উঠে দেখো তো আমি লাইট জ্বালিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে কোন সাড়াশব্দ পেলাম না পরে বাইরে দেখার জন্য আমি ঘরের দরজা খুলে দেখার সাথে সাথে চোরের দলের ৩ থেকে ৫ জন জন সদস্য ভিতরে প্রবেশ করে।
আর বাড়ির বাহিরে কয়েকজন সদস্যরা পাহারায় ছিলো। ভিতরে প্রবেশ করা চোরেরা আমাকে লাঠিসোটা দিয়ে মারপিট করে ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
এরপর আমার স্ত্রী ছেলে ও মা কে ভয়ভীতি দেখিয়ে চোরের দলের সদস্যরা বাড়িতে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রী কান ও গলায় পড়ে থাকা স্বর্ণালংকারসহ মায়ের কান গলায় পড়ে থাকা স্বর্ণ অলংকার ও বাড়িতে থাকা ৫ থেকে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৮০ থেকে ১ লক্ষ টাকা দুটি অ্যান্ড্রয়েড ফোন জমির দলিল প্রয়োজনীয় কাগজপত্র মোটরসাইকেলের কাগজ লুট করে নিয়ে গেছে।কালিগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।