শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। ২৩ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের হাতে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
এ ছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (নলতা মাধ্যমিক বিদ্যালয়) ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম,উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।