হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকে:
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরোয়ারদী পার্কে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল।
দিবসটি পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ মেহেদী হাসান সুমনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কালিগঞ্জ থানা প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমানের নেতৃত্বে অফিসার্স ইনচার্জ মামুনুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলীমুন্সী এবং সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ, তাঁতী লীগ তরুণলিগ কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ সহসভাপতি হাফিজুর রহমান শেখ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ওই সময় সুশীলন বিন্দু এনজিও পল্লী বিদ্যুৎ সমিতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, রিপোর্টার্স ক্লাব, উপজেলা জাতীয় পার্টি এর পক্ষে মাহবুবুর রহমান, উপ জেলা বিএনপি’র পক্ষে আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৭টার সময় কালিগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজ কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর প্রাথমিক বিদ্যালয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা একে একে ভাষা শহীদদের প্রতি পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেন। এছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা গুলো নিজে নিজে উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।
সকাল থেকে বিভিন্ন হাট-বাজার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধ নিমিত রাখা হয়, সকাল১০টায় সরোয়ারদি পার্ক কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের ও শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ঋষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুল হাকিম চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন প্রমূখ।