শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।শুক্রবার (১৭ই মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন এবং কালিগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগার আলী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাতক্ষীরা জজকোর্টের এপিপি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ন সাধারন সম্পাদক এম.হাফিজুর রহমান শিমুল,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক,কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এডঃ জাফরউল্লাহ ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।