শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এবং বাস্তবায়ন ২০২৩ শিক্ষা বর্ষে কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণির অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে নতুন নতুন পদক্ষেপ বিদ্যালয়ে শিখনকালীন মুল্যায়ন ৬০% এবং সামষ্টিক মূল্যায়ন ৪০% অভিভাবকদের অবহিত করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মূল্যবোধ ও নৈতিকতার আচরণিক বৈশিষ্ট্যের মাধ্যমে শিক্ষাদান এবং মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম,অভিভাবক সদস্য আব্দুল জব্বার, হাজেরা বেগম,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র সরদার,রবীন চন্দ্র লস্কার,ব্রজেন কুমার মন্ডল,সুব্রত সরকার, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,আব্দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারী ও ৬ষ্ট ও ৭ম শ্রেণির অভিভাবকবৃন্দ।