নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও প্রাইভেট গাড়ি জ্বালানোর ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ঐ ইউপির সাবেক চেয়ারম্যান। আসামী করা হয়েছে সাবেক চেয়ারম্যান হত্যা মামলার আসামীসহ বিশজন সহ অজ্ঞাত অনককে। নিরাপত্তা হীনতায় সময় অতিবাহিত করছেন বর্তমান চেয়ারম্যান সাফিয়া। মামলার নথি ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন এর বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কালিগঞ্জ থানায় গত ২৪ আগস্ট-২০২৪ তারিখে মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং ১১/১৪৬। অপরদিকে সাতক্ষীরার সিটি কলেজের পিছনে একটি বাড়িতে রাখা চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিজস্ব প্রাইভেটটি গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭/৪০৬। দুটি মামলার বাদী কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোছাঃ আকলিমা খাতুন। আসামী করা হয়েছে সাবেক চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার আসামীরা হলেন শংকরপুর গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের ছেলে ইয়ার আলী (৩৫), বাহার আলী (৩২) সহ ২০ জন। বর্তমানে চেয়ারম্যান সাফিয়া পারভীন ব্যাপক নিরাপত্তাহীনতা ‘য় দিনাতিপাত করছেন। অন্তরালে থেকেই দিচ্ছেন ইউনিয়নবাসীর নাগরিকসেবা।