কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পদত্যাগের ও শাস্তির দাবীতে ১ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তা। ঘটনাটি মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের সাদপুর ব্রীজের উপরে ঘটেছে। এসময়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বক্তব্যে বলেন নিয়োগের নামে স্কুলের ৬ জন শিক্ষক ও স্টাফের নিকট থেকে প্রায় ২০ লক্ষ টাকাসহ প্রতিষ্ঠানের বিবিধ খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সাথে ক্ষমতার অপব্যবহার ও ছাত্রীদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং দীর্ঘ ১৫ বছর স্কুল ফাঁকি দিয়ে আওয়ামীলীগের সভা সমাবেশ করে কাটিয়ে দিয়েছেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তাকে দ্রুত বরখাস্ত করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, নিয়োগ বানিজ্যের টাকা স্ব স্ব ব্যাক্তিকে ফেরত এবং সরকারী সম্পত্তি তসরুপের প্রতিকারসহ লম্পট শফিকুল ইসলামকে বরখাস্ত করা এখন সময়ের দাবী বলে জানান। বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলোচনায় বসার আহবানে সাড়া দিয়ে সড়ক থেকে বিক্ষুব্ধরা স্কুলে যায়। সেখানেই তাদের দাবী তুলে ধরে।