তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ থেকেঃ
সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌমুহনী বাজার কমিটির নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২ অক্টোবর) চৌমুহনী বাজারে ভোট গ্রহণ সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত। ১২৯ জন ভোটারের মধ্যে ১২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ভোটে মটর সাইকেল প্রতিকে ৬৬ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাদের। একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী শেখ রুহুল আমিন পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদ মোড়ল ও কোষাধ্যক্ষ আফজাল হোসেন ময়না। এ নির্বাচনে প্রিজাইডিং এর দ্বায়িত্বে ছিলেন শেখ হাবিবুর রহমান হাবিব ( মাষ্টার) ও সহকারী প্রিজাইডিং শেখ আবু হান্নান মাষ্টার।
এসময়ে উপস্থিত ছিলেন বাজার কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম সরদার,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বাজার কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মঈনুল আহমেদ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা তাপস কুমার ঘোষ, উপদেষ্টা গ্রাম্য চিকিৎসক শ্যামল চক্রবর্তী, উপদেষ্টা শেখ আব্দুল কুদ্দুস, শেখ আব্দুল করিম প্রমুখ। এ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চৌমুহনী বাজারের সকল ব্যবসায়ী, গ্ৰাম পুলিশ, স্থানীয় জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।