মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোবাইল টাওয়ার স্থাপনের অভিযোগ”

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৯৩ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ কালিগঞ্জের বিদ্যালয়ের পাশে মোবাইল ফোনের নেটওর্য়াক টাওয়ার বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে স্হানীয় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গত (৭ জুন) স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তপন কুমার ঘোষ টাওয়ার স্থাপন বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে গেলে গ্রাম পুলিশ আব্দুল কাদেরসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্হানীয় এলাকাবাসীরা জানান।

দেয়া গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম রবি নেটওয়ার্ক টাওয়ার স্হাপন করতে কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়ে বিদ্যালয় থেকে প্রায় ২০ মিটারের মধ্যে টাওয়ার বসানোর কাজ শুরু করেন। এটি চালু হলে এর রেডিয়েশনের কারণে এলাকার মানুষের ব্রেইন টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্রবণ ক্ষমতা হ্রাস সহ মারাত্মক রোগসমূহ অকল্পনীয় মাত্রায় বেড়ে যাবে। এতে স্বাস্থ্য হীনতায় ভুগবে কোমলমতি শিক্ষার্থীরা।

তাই বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন টাওয়ারের কাজ বন্ধের জোর দাবী জানান তারা। এ ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, আমার জমিতে টাওয়ার স্হাপনের কাজ করছি। সরকারি নীতিমালা অনুযায়ী সেটি হয়তো হয়নি তাই কি হয়েছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, স্কুলের নিকটবর্তী মোবাইল ফোনের টাওয়ার বসালে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত ও স্বাস্থ্যহানি ঘটবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম বলেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল টাওয়ার স্থাপন করা সম্পুর্ন বে-আইনী, নিয়ম বহির্ভূত। যা ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতিকর প্রভাব পড়বে। এটি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে গিয়ে দেখি স্কুল থেকে প্রায় ২০-২৫ মিটারের মধ্যে মোবাইল টাওয়ার স্হাপনের কাজ হচ্ছে। তবে স্কুলের এত নিকটবর্তী টাওয়ার বসানোর নিয়ম নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার কে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।