রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত  কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান  সুমন হত্যা মামলা থেকে অব্যাহতি ও পূন: তদন্তে প্রকৃত আসামীদের মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ

কালিগঞ্জের পল্লীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ দায়ের।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩০ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ 

কালিগঞ্জের পল্লীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ দায়ের করেছে জমির প্রকৃত মালিক সাইদুর রহমান গং। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা একদারপুর মৌজায় সোমবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে পারুলগাছা গ্রামের গোলাম মোস্তফা গাজীর পুত্র সাইদুর রহমানসহ তার সহোদররা তাদেরই কোবলাকৃত জমিতে চাষাবাদ করতেছিল। এসময়ে সম্পুর্ন পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত সদ্রিনাথ ঘোষের পুত্র পরিমল কুমার ঘোষ (৩৪) নির্মল কুমার ঘোষ ও বিমল চন্দ্ৰ’র পুত্র প্রণব কুমার ঘোষ (২২) অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় সাইদুর ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। জমির মালিক ভূক্তভোগী সাইদুর রহমান সাংবাদিকদের জানান মৌজা-পারুলগাছা একদারপুর, জে.এল নং- ১৭৪, বি.আর.এস বং- ৭৯৪, বি.আর.এস দাগ নং- ৫০৪, জমির পরিমান- ০.২৭ শতক জমি মাত্র।আমার নিকট হইতে তৎকালীন বাজারদর নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা প্রদানে রেকর্ডীয় মালিকের নিকট হইতে গত ইং- ১৭/০৮/২০২২ তারিখে।৪৭৯৮ নং রেজিস্ট্রী কোবলা দলিল মূলে কালিগঞ্জ থানাধীন জে.এল ১৭৪ পারুলগাছা একদারপুর মৌজায় এস.এ ২৮৮ ও আর.এস ২৬০ নং খতিয়ানে এস.এ ৪৯৬, আর.এস ৫০৪ নং দাগে ০.২৭ শতক জমি আমি সহ আমার অপর সহোদর ভাই মোঃ সাইফুল ইসলাম যৌথ ভাবে প্রাপ্ত হই।

সেই মোতাবেক আমরা দুই ভাই বর্তমানে অনলাইনে মিউটিশন করাইয়া লইয়া সরকারী রাজস্ব করাদি পরিশোধ করিয়া লইয়াছি। উক্ত বিদাসী বালা ঘোষের শরীক বিবাদীদ্বয় হইতেছে। আমরা দুই ভাই তপশীল জায়গা রেজিস্ট্রী কোবালা দলিল সম্পাদনের পূর্বে বিবাদীদ্বয় বিদাসী বালা ঘোষের জমি বর্গাদার হিসাবে তপশীল জায়গায় ফসল উৎপাদন করিত কিন্তু বিদাসী বালা অতিবৃদ্ধ হওয়ার কারনে সরলতার সুযোগ নিয়ে উক্ত জায়গা লাভ ও লোভের বশবর্তী হইয়া দখল করার পাঁয়তারা করতঃ ভয়ভীতি, হুমকি ধামকি অব্যহত রাখে।

উক্ত জমিতে বিবাদীরা চলতি বছরে পাট উৎপাদন করিয়াছে এবং তাহা কাটার উপযোগী হইয়াছে। আমরা যেহেতু বিদাসী বালা ঘোষের নিকট হইতে উক্ত জমি রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হইয়াছি, সেহেতু আমরা উক্ত জমির ফসলের অর্ধেক অংশ এবং জমির মালিকানা দাবীদার হইতেছি। অতঃপর বিবাদীরা বিভিন্ন জায়গায় আস্ফালন করিতেছে তাহারা আমার দখল দিবে না, উক্ত জমির ত্রিসীমানায় গেলে আমাদের খুন জখম করিয়া লাশ গুম করিবে মর্মে অপরাধ জনক ভয়ভীতি হুমকি ধামকি প্রদান করে।

এ বিষয়ে কথা হলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।