শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জের পল্লীতে আদালতের ডিগ্রী প্রাপ্ত সম্পত্তিতে জোর পূর্বক পাছ- পালা কর্তনসহ নালিশ জামির আকার আকৃতি পরিবর্তন ও জোর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ঘটেছে।এঘটনায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মোয়াজ্জেম হোসেন মোড়ল।
তিনি বন্দকাটি গ্রামের মৃতঃ আলহাজ্ব মুনসুর আলী মোড়লের ছেলে।অভিযোগ সূত্রে জানাগেছে, একই গ্রামের মৃতঃ মাদার পাড়ের ছেলে নুরুল হক পাড়, দাউদ আলী পাড় ও নুর মোহাম্মদ পাড় সম্পুর্ন বেআইনী ভাবে গায়ের জোরে আদালতের ডিগ্রি প্রাপ্ত সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে। সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানী ৮৩/ ২০১৮ নং মামলা করেনা উক্ত মামলায় বাদী ০.৫৭ শতক সম্পত্তিতে পুন: উদ্ধারের জন্য মামলা কারিয়া ছিলেন।
উক্ত মামলাটি দোতরফা শুনানী অন্ত বিজ্ঞ বিচারক ৮/৯/২০ তারিখে রায় ও একই তারিখে ডিগ্রী প্রাপ্ত হন। যাহাতে রায় প্রপ্তির ৬০ দিনের মধ্যে বাদীর অনুকূলে দখল হস্তান্তর করার কথা বলা হয়েছে। অথচ বিবাদীপক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে কর্নপাত না করিয়া বাদীর অনুকূলে বিরোধীয় জমির দখল না ছাড়িয়া বরং বিরোধীয় জমি থেকে বাদীর রোপনকৃত মূল্যবান বৃক্ষাদী কাটিয়া নিয়ে যাইতেছে।
বাদী রায় ও ডিগ্রী প্রাপ্তির কথা বললেও তারা কর্নপাত না করে বাদীকে কটাক্ষ ভাষায় গালি-গালাচ করছে। এছাড়া কর্তনকৃত গাছ বাঁধা উপেক্ষা করে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে নুরুল ইসলাম গং।যে কোনো সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে বাদীপক্ষ