শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চলাচলে সমস্যা সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান,উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের রইস মিস্ত্রী ও সিরাজ সানার বাড়ি সংলগ্ন ইটসোলিং রাস্তার নিচে বড় পাইপের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন হতো। সম্প্রতি ইটসোলিং রাস্তাটি পিচের রাস্তা হওয়ার সময় ঠিকাদার কালভার্ট নির্মাণের আশ্বাসে পাইপ তুলে ফেলেন। পিচের রাস্তার কার্যক্রম শেষ হলেও পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণে উদ্যোগ নেয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে, কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।জরুরী ভিত্তিতে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, কালভার্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।