হাফিজুর রহমান কালীগঞ্জ থেকেঃ
কালীগঞ্জে বিষ্ণুপুর প্রাণ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের নির্দেশক্রমে মঙ্গলবার( ২০ ডিসেম্বর) বেলা ১২ টার সময় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব অজয় কুমার সরকারের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির সভাপতি ও খুলনা সবরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ দেবদাস মন্ডলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার হেমন্দ্রনাথ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ম্যানেজিং অভিভাবক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, অত্র স্কুলের প্রাক্তন সভাপতি ও মনিরামপুর ডিগ্রি কলেজের অধ্যাপক সুব্রত কুমার সরকার, প্রাক্তন আহবায়ক সমীর কুমার মন্ডল প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কল্যাণ সরকার, সন্ন্যাসী কুমার মিস্ত্রি, অন্তরা ঘোষ, অভিভাবক সদস্য আবুল হাসান, আব্দুর রশিদ, রমেশ রায়, হীরা রায় এবং দাতা সদস্য গোবিন্দ লাল সরদার।
বক্তারা বলেন ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বিষ্ণুপুর ঐতিহ্যবাহী প্রাণ কৃষ্ণ স্মারক মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ ৯২ বছর অত্র বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রয়েছে।
সেই সুনামকে সামনে এগিয়ে নিতে হলে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে ছাত্রীদের কঠোর অনুশীলনের মাধ্যমে সুনাম ধরে রাখতে হবে।
এইজন্য শিক্ষকদের আগে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি মডেল বিদ্যালয় রূপান্তরিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।