হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
তথ্য গোপন করে সরকারি পোস্ট অফিসে চাকুরী করেও গোবিন্দপ্রসাদ নামে ১ ব্যক্তি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শিপ নিজ নামে নিয়ে দীর্ঘদিন চেয়ারম্যানের সহযোগিতায় ব্যবসা চালিয়ে আসছে। উক্ত ডিলারশিপ বাতিলের জন্য সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বাদী হয়ে গত রবিবার (১৮ ডিসেম্বর) ডিলারশিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত-পূর্বক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
অভিযোগের সূত্র থেকে জানা যায় কৃষ্ণনগর গ্রামের মৃত কানাইলাল ঘোষের পুত্র গোবিন্দপ্রসাদ ঘোষ চেয়ারম্যানের নিজস্ব লোক হওয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন যাবত চাউল বিক্রি করে আসছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি সুবিধাভোগী বা চাকরিজীবী আর্থিক সুবিধার জন্য কোন অবস্থাতে ডিলারশিপ নিতে পারবে না। কিন্তু সে তথ্য গোপন করে চেয়ারম্যানের সহায়তায় এই অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও দেখার কেউ নাই। বিষয়টি নিয়ে ইউনিয়ন জুড়ে নানান সমালোচনা আলোচনায় টক অফ দি টাউনে পরিণত হয়েছে।