সাজু বকুল,বগুড়া প্রতিনিধিঃ
গতকাল বিকেলে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে পাইকড় পশ্চিম পাড়ায় বিকেল ৫ টার সময় চুলার আগুন দিয়ে বাড়িতে আগুন ধরে। এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মিরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । পরে আগুনে ক্ষতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিঠু চৌধুরী, স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গন। উল্লেখ্য আগুনে ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবার মোঃ আশরাফ আলী, মোঃ শাহজান আলী, মোঃ নুরুল ইসলাম, উভয়ের পিতা ইব্রাহিম আলী, মোঃ মীর আলম , গ্রামঃ পাইকড় পশ্চিম পাড়া,। উল্লেখ্য যে এলাকাবাসী ও জানান আগুনে পুড়ে একটি গরু পুড়ে মারা গেছে, আর একটি গরু অগ্নিগ্ধ, বাড়ির কিছু টিন, ফার্নিচার পুড়ে যায় ক্ষয় ক্ষতিপরিমান প্রায় ৬ লক্ষ টাকা।