মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কীর্তিমানের মৃত্যু নাই” তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, তিনি বেঁচে আছেন তার মহৎ কর্মে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে অন্যতম- সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট থানা, রাজারহাট আদর্শ মহিলা কলেজ এবং রাজারহাট শিশু নিকেতন। সেই সময়ে সদ্য প্রতিষ্ঠিত রজারহাট থানাকে বিদ্যুৎ ও টেলিফোন সেবার আওতায় নিয়ে আসা, অবকাঠামো উন্নয়ন সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নে তিনি বিশেষ অবদান রেখে গেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেই সময়ে ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করে এই অজ পাড়া গাঁওয়ে ফিরে এসে ১৯৭৩ সনে অত্র এলাকার প্রথম উচ্চ বিদ্যার পাদ পীঠ সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ প্রতিষ্ঠা করেন। সময়টি বড়ই কঠিন ছিল, তখন দেশে দুর্ভিক্ষ চলছিল। তাই অনেক ত্যাগ তিতিক্ষার ফেলই আজকের এই আধুনিক রাজারহাট উপজেলা।
সর্বোপরি তিনি ছিলেন রেলস্টেশন ভিত্তিক রাজারহাট ইউনিয়নকে আধুনিক উপজেলায় রূপান্তরের অগ্রনায়ক, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।