মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক পাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকার (৫৮) এর সাথে আশিষ কুমার সরকার(উত্তম) সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলিয়া আসিতেছিল। অটো রিকশা চালক শ্যামল বলেন উত্তম কুমার ধণাঢ্য পরিবারের ছেলে হওয়ায় অসহায় অটোরিকশা চালক শ্যামলের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে অনর্থক অশ্লীল ভাষায় গালি-গালাজ, মারপিট করার ভয় ভীতি প্রদর্শন করিয়া আসিতেছিল। এমতাবস্থায়, গত ইং ২৩/১২/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় শ্যামলের পালিত ছাগল দুইটি উপরোক্ত বিবাদী উত্তম কুমারের সুপারী বাগানে গেলে আক্রোশ মূলকভাবে পালিত ছাগল দুইটিকে ধৃত করে এবং পার্শ্বে পুকুরের পানিতে ফেলাইয়া দিয়া এলোপাথারী কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরবর্তীতে, ইং ২৪/১২/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় উক্ত আঘাতের ফলে পালিত ছাগল দুইটির মধ্যে একটি কালো রংয়ের ০৪ মাসের গাভের ছাগলটি মৃত্যু বরণ করে এবং অন্য ছাগলটি মুমূর্ষ অবস্থায় আছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি বর্গ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে শ্যামল কুমার রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।