মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ৬নং উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলা(রাজমাল্লীহাট) নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ২৪ জুন ২০২৪ ইং বিকাল ৪.৩০ মিনিটে মরুহুমের নিজ বাসভবনে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক কে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা খাদিজা বেগম ও রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিকের ৪ পুত্র মোঃ শহিদুল ইসলাম,সাহেদুর রহমান, এরশাদুল হক, মাইদুল ইসলাম সহ শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রজব আলী, জনাব, আহসানুল কবির আদিল চেয়ারম্যান ৬ নং উমরমজিদ ইউনিয়ন পরিষদ, শাহজাহান খন্দকার,২ নং ওয়ার্ড মেম্বার,রাজারহাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মোঃ আজিজুল হক ও বাদশা মিয়া,কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহিন সরকার, হাফিজ সরকার প্রমূখ।
উল্লেখ্য যে,বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ২৪ জুন রাত আনুমানিক ০৩.৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার পুত্র ও পাঁচ কন্যা রেখে যান।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বাদ আসর রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মাঠে জাতির এই সূর্য সন্তান মরুহুম বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে রাজমাল্লীহাট মাদ্রাসা সংলগ্ন টেপার ভিটা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার মরদেহ সমাহিত করা হয়।