মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক মানবজমিন এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস/২০২৩ পালিত হয়েছে। দিবসটিতে সমবায় “সুহৃদ সন্মাননা” পেলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। শনিবার ৪ ঠা নভেম্বর রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও ইউএনও কাবেরী রায়। এরপর ব্যান্ডপার্টির সমন্বয়ে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে ইউএনও কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও বিশিষ্ট সমবায়ী এস.এ বাবলু প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে এবং দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রফিকুল ইসলামকে সমবায় সুহৃদ সন্মাননা সহ ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য,রাজারহাট উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে টানা ৪র্থ বারের মত সন্মাননা স্মারক পেলেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।