আজহারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণের কনেশতলা এলাকায় র্যাবের অভিযানে ১১৫ বোতল ফেনসিডিল ও ৯ টি বিয়ার সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কনশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো সোহরাব হোসেন শরীফ (৩০) জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১৫ বোতল ফেনসিডিল ও ৯ ক্যান বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও বিয়ার সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
শনিবার দুপুরে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।