সজল রায় ,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা পরিষদের সবুজ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা।
খোকসা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিসের উদ্যোগে উক্ত র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রাণীসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পিআইও অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় যদি আগাম বার্তা পাওয়া যায় তাহলে জানমালের নিরাপত্তা করতে সকলের সুবিধা হয়। আর সেজন্যই দুর্যোগ প্রশমন যাতে আমরা সবাই একযোগে একাত্মতা হয়ে কাজ করতে পারি সেই সতর্কবার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিবো।