এস এ আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধিঃ
আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলার কৃষককের মুখে হাসি দেখতে চান,তিনি পানি সম্পদ মন্ত্রণালয় কে নির্দেশনা দিয়েছেন,এই হাওর অঞ্চল সুনামগঞ্জের কৃষক যেন হাসি মুখে তাদের ফসল ঘরে তুলতে পারে। সেই লক্ষ্যে কাজ করতে হবে।উনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন বাংলাদেশের কৃষক হাসলেই আমি হাসি,কারো কাজের অবহেলায় যেন কোন কৃষককের ফসলের ক্ষতি না হয়।সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।আমরা আপনাদের ফসল কিভাবে ঘরে উঠবে সেই ব্যবস্থাই নিব।উনি আর বলেন আমাদের পরিকল্পনার কারনে যাহাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে।
আজ বুধবার ১৫ফেব্রুয়ারি বিকাল ৪টার সময় সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর নজরখালি ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসে স্থানীয় কৃষকদের দাবী প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহাবুব,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি,থানা অফিসার ইন-চার্জ সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।