মোঃ মিজানুর রহমান চৌধুরী, প্রতিনিধি গাজীপুর জেলাঃ
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক , আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন আলমগীরের ছোট ছেলে তেজগাঁও বিজ্ঞান স্কুল এন্ড কলেজে ৯ম মেধাবী ছাত্র আহসান হোসেন আলিফের উপর কিশোর গ্যাং এর হামলায় এবং ছুরিকাঘাতে
আহত হয়ে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মামলা হয়েছে তেজগাঁও থানায় , আসামী সাতজন গ্রেফতার হয়েছে আরো যারা বাকী আছে তাদেরকে ধরার চেষ্টায় আছে। এ ঘটনা শুনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বেলাল নূরী ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২০০ নং ওয়ার্ডে । বেলাল নুরী সুচিকিৎসার জন্য মেডিকেল প্রশাসনের সাথে কথা বলেছেন এবং এ ন্যাক্কারজনক ঘটনার জন্য তিব্র নিন্দা ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে বিচার করতে হবে । বেলাল নুরী সব সময় পাশে আছেন এবং থাকবেন।
আহসান হোসেন আলিফ বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বেলাল নুরীর সাথে ছিলেন আবদুর রহমান আরমান, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন আলমগীর , আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরীর সহ আরো অনেকে । আহসান হোসেন আলিফের বাবা মোঃ মোশাররফ হোসেন আলমগীর তার ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে এবং দোষীদের কে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ।