প্রশান্ত বিশ্বাস বাঘারপাড়া (প্রতিনিধি)
২১ আগস্ট রোজ সোমবার যশোরে জেলার বাঘারপাড়া উপজেলা খাজুরা, ২ নং বন্দবিলা ইউনিয়ন ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস ও ২১ আগষ্ট বর্বাচিত গ্রেনেড হামলার প্রতিবাদে, প্রধান অথিতি ছিলেন রণজিৎ কুমার রায় যশোর ৮৮/৪ আসনের সংসদ সদস্য, বাঘারপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ আহম্মদ,ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব রাজিব কুমার রায় ।
এই আলোচনা বলেন মানুষ আপন টাকা পর যতো পারিস মানুষ ধর, একটি হাওয়া ভবন ষড়যন্ত্র। গণতান্ত্রিক অভিযাত্রা, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে সেদিন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল ঘাতকচক্র । ঘাতকের গ্রেনেড হামলায় বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গণ । সুপরিকল্পিত ও ঘৃণ্য এই গ্রেনেড হামলা চালিয়ে রক্তাক্ত ও শোকাবহ আগস্টে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির অপচেষ্টা করেছিল পরাজিত ঘাতকচক্র।
বাংলার ইতিহাসের কালো অধ্যায়
ভয়াল ২১ আগস্টে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা..
২নং বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের বিপ্লবী আহবায়ক, জননেতা জনাব রাজিব কুমার রায়, বিশেষ অথিতি ছিলেন মোঃ সাইফুজ্জামান চৌধুরী ভোলা, সঞ্চালনে মোঃ রুবেল রানা, সুভাষ চন্দ্র দেবনাথ অভিরাম সাবেক চেয়ারম্যান ধলগ্রাম, তুষার ,তরিকুল ইসলাম , সভাপতি এস এম কোমল ছিদ্দিকী ৫নং ধলগ্রাম ইউনিয়ন , হাদিউজ্জামান বাবু ইউপি সদস্য ৫নং ধলগ্রাম ইউনিঃ , রাজু মিনা সহ সভাপতি ধলগ্রঃইউঃ, উজ্জল দেবনাথ আহবায়ক ধলগ্রাম ইউঃ , ছাত্রলীগের বিশান বিশ্বাস ভুলবাড়িয়া, ছাত্র নেতা সামিউল মোল্যা অন্তয়খোলা, আওয়ামীলীগের বিভিন্ন,,,, নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রমুখ।