রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব
তালুকদার আঃ খালেক মহোদয়ের নির্বাচনী প্রচারণায় দিনরাত কাজ করছেন রামপাল ও মোংলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছর ও নির্বাচনের শুরুতেই প্রিয় নেতার পক্ষে কাজ করার জন্য কর্মসূচী প্রণয়ন করা হয় । সে পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে
পরিচালনার জন্য খুলনাস্থ রামপাল-মোংলায় বসবাসকারীদের নিয়ে উপজেলা আ.লীগের
সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন আহমেদকে আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান
আলহাজ্ব জামিল হাসান জামুকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি
গঠন করা হয়। শুধু এ কমিটি নয়, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে
রামপালের সকল ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
ধারাবাহিক ভাবে
প্রতিদিন নির্বাচনী কাজ করে চলছেন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে অনেক নেতা কর্মী খুলনায় অবস্থান করছে। যাদের খুলনায় বাসা নেই
, তারা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য সুদুর রামপাল থেকে সকালে
খুলনায় এসে নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ শেষে আবার রাতে রামপাল ফিরে যাচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে টিম সহকারে সকাল-সন্ধ্যা নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে । নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রামপাল ও মোংলা উপজেলার আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা কর্মী নির্বাচনী প্রচারণায় অবিরত কাজ করে চলছেন।