মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি জামাতের জালাও পুড়াও,সহিংসতা প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ যুবলীগ, যুব মহিলা লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশসহ মহাসড়কে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ডে সকল আওয়ামী নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ে রেস্তোরাঁ প্রাঙ্গণে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস এর উপস্থিতিতে এই শান্তি সমাবেশ, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করে।
এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি জামাতের হরতাল, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে মিছিলে মিছিলে মহাসড়ক প্রদিক্ষণ করে শতশত আওয়ামী নেতাকর্মীরা। হরতাল প্রতিরোধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি জামাতের হরতাল, জালাও পুড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে আজকের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল সফল হয়েছে মনে করেন উপজেলার যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সেইসাথে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে বলেও মতামত ব্যক্ত করেন তারা। তবে, গজারিয়া অংশে সারাদিন ব্যাপি বিএনপি জামাতের ডাকা তৃতীয় দিনের হরতাল কর্মসূচিতে বাউশিয়া পাখির মোড়ে গাড়ি ভাংচুরের অপচেষ্টা ছাড়া আওয়ামী লীগের শান্তি সমাবেশে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।