মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া মুন্সীগঞ্জ সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা কাজের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা,বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার , থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তা সহ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,
ভবের চর উন্নয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু,বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন,উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধা সুশীল সমাজ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় দেশের সবচেয়ে বড় ক্যাবল স্টেইউ সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। সভায় বক্তারা মেঘনা নদীর উপর প্রস্তাবিত সেতুর থ্রিডি ভিউ নিয়ে বিস্তারিত আলোচনা হয় মেঘনা নদীর উপর সেতু নির্মাণের জন্য প্রাথমিক সমীক্ষার কাজ শুরু হয়েছে।