মো রাসেল সরকার,গজারিয়ায় প্রতিনিধিঃ
গজারিয়ায় উপজেলা বৃহস্পতিবার ২৩ মার্চ দুপুর ২ ঘটিকায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে গজারিয়ায় উপজেলার ভবেরচর বাজারসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লা আল মাহফুজ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন,,
উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম,
বাজার কমিটি সদস্যবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
এই বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লা আল মাহফুজ,বলেন,ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা সভা করা হয়েছে এবং সারা রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি থাকবে।