মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে প্রতিপক্ষরা। হামলায় আহত হয়েছে বালুর গদির মালিক মামুন (৪২) ও তার ম্যানেজার শাকিল (৩২)।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন শুক্রবার ( ৫ এপ্রিল )রাত সাড়ে ৯টার দিকে বাবুল মিয়া সহ ১১ জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৬ থেকে ৭জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর আগে ওই দিন বিকাল ৩টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরান চরচাষী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে জুম্মা নামাজ পরে বাড়ি ফেরার পথে বালুর গদির মালিক মামুন মিয়ার ম্যানেজার মোঃ শাকিলের পথ রোধ করে প্রতিপক্ষ বাবলু মিয়াসহ তার সহযোগী ১৬ থেকে ১৭জন।
এ সময় তারা শাকিলকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। শাকিলের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনার ঘন্টাখানেক পরে ফের প্রতিপক্ষ বাবলু মিয়াসহ তার সহযোগীরা মামুন মিয়ার বসত বাড়িতে গিয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ঘরের টিনের বেড়া, দরজা ও স্টীলের আলমারি ভাংচুর করে। এ সময় মামুন মিয়া তাদের বাধাঁ প্রদান করলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। শাকিল ও মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত বাবুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রাজিব খাঁন বলেন, অভিযোগ পেয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।