মোঃ রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে ।
২৪ মার্চ গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লা আল মাহফুজ, কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।বিদ্যালয়ের ১৪৪ জন ছাত্র-ছাত্রী এই দুধ পান করতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকি, ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আতাউর রহমান ভূঞা, , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, ডা. রকিবুল হাসান , ও চর সাহেবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খবির আহমেদ সহ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
জানা যায়, শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে এলডিডিপি প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন দুপুরের টিফিনে প্রতিদিন ২০০ মিলিগ্রাম প্যাকেটজাত তরল দুধ খাওয়ানো হবে। পরে আরও ২৫০টি স্কুলে এই কার্যক্রম চালু করা হবে।