মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ,কর্মশালার গতকাল শুক্রবার শুরু হয়েছে। গজারিয়া সরকারী কলেজে দুইদিন ব্যাপি প্রশিক্ষণের গতকাল
ছিলো প্রথম দিন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়া উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা নির্বাচন
অফিসারের কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ আবু জাফর রিপন বিপিএএ,বিশেষ অতিথি মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসালাম খান
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুল আলম, স্বাগত বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ বছির
আহমেদ।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ আবদুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ আবু জাফর রিপন বিপিএএ বলেন, যে কোন মূল্যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপুর্ন করতে হবে। প্রশিক্ষণে
অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, আপনাদের সহযোগিতায়ই নির্বাচন সুষ্ঠু অবাধ ও
শান্তিপুর্ন করবো আমরা । আপনারা পারবেন তো প্রশিক্ষণে উপস্থিত সকলে হ্যাঁ সূচক জবাব দেন। কঠিন পরিস্থিতিতে মাথাঠান্ডা রেখে কাজ চালিয়ে যাবেন। যে
কোনো প্রয়োজনে তাকে ফোন দিতেও নির্দেশ দেন প্রধান অতিথি। প্রশিক্ষণ কর্মশালায় ৫২ জন প্রিজাইডিং
অফিসার, ৩শ ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬শ ৪ জন ভোট গ্রহনকারী কর্মকর্তা বা পোলিং অফিসার
অফিসার অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি)
জিএম রাশেদুল ইসলাম।