মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সা:সম্পাদক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক, একাধিক বার কারা নির্যাতিত যুবদল নেতা মো:মোখলেছুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী সমাজ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদল নেতা মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘ বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে গত ১৫-১৬ বছর নির্যাতনের শিকার হয়ে আমাকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমার মুদি ব্যবসা আছে সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে আমার সংসার চলে। আজ একটি পত্রিকায় আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা শতভাগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। সেখানে উল্লেখ করা হয়েছে আমি নাকি ঘাট এলাকায় চোরাই তেলের ব্যবসা করি। আমার নাকি একটি সিন্ডিকেট রয়েছে। গত কয়েকদিন আগে নাকি আমি আমার লোকজন নিয়ে ৫০ লক্ষ টাকার চোরাই তেল লুট করেছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ঘায়েল করার জন্য আমার প্রতিপক্ষের লোকদের মাধ্যমে প্রভাবিত হয়ে প্রতিবেদক মিথ্যাচার করেছে। প্রতিবেদকের এহেন কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয়েছে তিনি কোন পক্ষ থেকে মোটা অংকের টাকা খেয়ে আমার নামে মিথ্যা সংবাদ ছাপিয়েছেন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।