মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনসহ প্রতিপক্ষের দুইজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত দেশীয় অস্ত্র সহ ২ জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ,আটক কৃত ২ জন আফজাল হোসেন (২৮) , দেশীয় অস্ত্র সহ আবু সাঈদ (৩৮) ।
শুক্রবার ১২ এপ্রিল সকাল ৮ ঘটিকার সময় টেংগারচর ইউনিয়ন বৈদ্যগাও গ্রামে,মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
একই পরিবারের আহত ৫ জন হলো নাজির উদ্দিন ভূঁইয়া, আব্দুর ছাত্তার ভূঁইয়া,আব্দুর রহিম ভূঁইয়া, ফাতেমা আক্তার সহ মোট ৫ জন। আহতদের মধ্যে মাথায় গুরুতরও আহত অবস্থায় আব্দুর ছাত্তার ভূঁইয়া কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নাছির উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ৬ থেকে ৭ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা করা হয়েছে।
মামলার বাদী আহত নাছির উদ্দিন ভূইয়া জানান আসামি পক্ষ গংদের অনেক আগে থেকেই সীমানা ঘেঁষে ঘর বাড়ি উঠানো ছিল।
শুক্রবার সকালে তাদের দখলকৃত চিহ্নিত সীমানার ভিতরে কাজ করতে গেলে প্রতিপক্ষ গং বাধা প্রদান করে এবং অতর্কিত হামলা চালায়।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান জানান বৈদ্যারগাও গ্রামে সীমানা সংক্রান্ত সংঘর্ষের বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে।
ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।