ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের গণ পরিষদের প্রথম স্পীকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাজনীতিবিদ ও গাইবান্ধার কৃতি সন্তান শাহ আব্দুল হামিদ এর ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ মে) বিকাল ৫ টায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম (রাজস্ব) সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি গোলাম মারুফ মনা সঞ্চালনায় শাহ আব্দুল হামিদ এর জীবনে পড়ে শোনান বিশিষ্ট লেখক জহুরুল কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্সকাস পার্টি কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম গোলাপ,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম আবু, জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি রাকিব হাসান চৌধরী,জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু,জেলা জাসদ এর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন সহ প্রমুখ।