রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনে জাপার প্রার্থীর সাথে লড়াই স্বতন্ত্র প্রার্থীর

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে প্রচারনা শেষ। এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও লড়াই হচ্ছে মহাজোট প্রার্থী ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে নৌকা নেই। তবুও আসনটিতে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী লড়াই হচ্ছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন আফরুজা বারী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কেন্দ্রের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে ছাড় দেওয়া হয়েছে। বর্তমান সংসদ সদস্য শামীম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বদ্ধিতা করছেন।
এখানে ভোটের মাঠে আফরুজা বারী না থাকলেও তাঁর বড়মেয়ে আব্দুল্যাহ নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী। তিনি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পুর্ণাঙ্গ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নাম রয়েছে। নিগার তাঁর মামা সাবেক সংসদ সদস্য শহীদ মনজুরুল ইসলাম এবং শিল্পপতি মায়ের খ্যাতি ও পরিচিতি কাজে লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন।
প্রথমে প্রচারনায় জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পিছিয়ে পরেছিল। গত ৪ দিন থেকে গাইবান্ধা জেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনগুলো মহাজোট প্রার্থীকে সমর্থন করেন এবং সভা সমাবেশ ও গণসংযোগ শুরু করেন। এতে করে ভোটের মাঠ অনেকটাই তার দখলে চলে যায়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল বলেন, এমনিতেই আমরা শতভাগ আশান্মিত ছিলাম। যেহেতু নৌকা এখানে অফ, সেহেতু জাতীয় পার্টির জয়ী হবার বিষয়ে আশার কোন ফাকফোকর থাকার কথা নয়। বিগত দিনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সুন্দরগঞ্জ উপজেলার অনেক উন্নয়ন করেছেন বলে জানান শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, আশা করি এবারও লাঙ্গলের বিজয় হবে।
সুন্দরগঞ্জ-১ আসনটি ১৫টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা নিয়ে গঠিত। ৩ লাখ ৯১ হাজার ভোটার ১১৪টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। উপজেলা প্রশাসন ইতোমধ্যে ভোটের সরঞ্জমাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, রাত ৩ টায় প্রিজাইডিং অফিসারদের নিকট বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট পেপার প্রদান করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।