শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রারেরর কার্যালয় থেকে সরকারী নথি চুরি: ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে রিজভী  মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্য অভিযানে গ্রেপ্তার মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্যারেড অনুষ্ঠিত। মোল্লাহাট উপজেলা শাখার তৃণমূল সম্মেলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাটহাজারীতে ২২ হাজার ৮২৮ জনকে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন দিবে সরকার মোল্লাহাটে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত পাটকেলঘাটায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ১কেজি গাঁজা সহ গ্রেফতার

গাইবান্ধায় দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তাঃ  আনসার ও ভিডিপির উদ্ভাবনী উদ্যোগ ও অদম্য প্রচেষ্টার ফসল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার ৫৫৭ টি পূজামন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপির নিরলস দায়িত্বপালন ও উদ্ভাবনী উদ্যোগ প্রশাসন ও মন্ডপ কর্তৃপক্ষসহ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। জেলার ৫৫৭ টি মন্ডপে ৩৫১২ জন নারী-পুরুষ আনসার ও ভিডিপি সদস্য ২৪ ঘন্টা মন্ডপ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। গত ০৬/১০/২০২৪ খ্রিঃ তারিখ হতে ১৪/১০/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত ৯ দিন সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন। নানাবিধ উদ্ভাবনী উদ্যোগে গাইবান্ধা আনসার ও ভিডিপি নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও সেনা কর্তৃপক্ষসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করে। এবারই প্রথমবারের মত জেলার সকল পূজা মন্ডপের অবস্থান গুগলম্যাপ লোকেশনে পিনড্রপের মাধ্যমে চিহ্নিত করে অপারেশনাল ম্যাপ প্রস্তুত করা হয়। উল্লেখিত অপারেশনাল ম্যাপের মাধ্যমে নিরাপত্তা দায়িত্ব পালন দ্রততর ও সহজতর হয়। তাছাড়া প্রতিটা উপজেলাতেই প্রত্যেকটি মন্ডপের সাথে গভীররাতে ভিটিসির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে সদস্যদের দিকনির্দেশনা ও দায়িত্ব পর্যবেক্ষণ করা হয়। তাছাড়া প্রত্যেকটি উপজেলাকে কয়েকটি সাবজোনে বিভাজনের মাধ্যমে নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত করে সার্বিক নজরদারীর জন্য প্রস্তুত করা হয়। সিসি ক্যামেরা ও জেনারেটরসহ স্বেচ্ছাসেবক বিষয়ে বাস্তব পরিস্থিতি ও ব্যবস্থাকরণে আনসার ও ভিডিপি সরাসরি এবং যোগাযোগ পূর্বক স্থানীয় প্রশাসনকে নিয়মিত অবগত করেন। আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্সসহ সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুট্যান্ট, ইউএভিডিও, ইউআই ও ইউপি দলনেতা-দলনেত্রীদের প্রত্যেককেই আলাদা টিম নিয়ে প্রত্যন্ত এলাকার পূজামন্ডপ সমূহে তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

গাইবান্ধা জেলায় সদ্য যোগদানকৃত আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী জানান “গাইবান্ধা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি সমৃদ্ধ জেলা। এই জেলায় যোগদান করার পরেই জেলা আনসার ও ভিডিপির সকল সদস্যদের সমন্বয়ে আমার অপারেশনাল ম্যাপ, মন্ডপভিত্তিক ভিটিসি সমন্বয়, সিসি ক্যামেরাসহ মন্ডপ ব্যবস্থাপনাতে তৃনমূল পর্যন্ত দায়িত্ব বণ্টন করে তরুণ প্রজন্মের মাধ্যমে মন্ডপ নিরাপত্তা নিশ্চিতে নতুনভাবে ভুমিকা রাখি। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই আনসার ও ভিডিপির সদস্যরা মন্ডপ নিরাপত্তা প্রদানে সক্ষম হয়। নানাবিধ উদ্ভাবনী উদ্যোগের ফলে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করণে সদস্যরা প্রশংসনীয় ভ‚মিকা রাখে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের সুতীক্ষ্ণ দিকনির্দেশনা ও নেতৃত্বে সারাদেশে প্রায় ২ লক্ষ আনসার ও ভিডিপি সদস্য প্রতিমা নির্মাণাধীন সময় হতে বিসর্জন পর্যন্ত মন্ডপ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিগত যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করেন”।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।