সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি
কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের ৪ হাজার ৯ কোটি ২০ লক্ষ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনের সভা কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়।
উক্ত বাজেটে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র নগর মাতা জায়েদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় আরো যারা উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ।