শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪

মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পঠিত

 

মোঃমোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন জন মারা গেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনা গুলো ঘটে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার (৩০) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় পোশাক শ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে। নিহত হালিমা আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাই এর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী পোশাক শ্রমিক সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। এ সময় বিআরটি’র মাঝের লেনে পৌঁছালে গাজীপুরমুখী দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি হালিমা আক্তারকে ধাক্কা দিলে অপর অজ্ঞাত আরেকটি গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুর্ঘটনাস্থলে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে অবরোধের তৈরী করে। এসময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কের যাত্রীরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ—কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম বলেন, নিহত ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক গাড়িটিকে সনাক্ত করার কাজ চলছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে রাত সোয়া ১১টার দিকে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী পিক আপ চাপায় নিহত হয়েছেন। নিহত ফাতেমা বেগম জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুর ইসলামের স্ত্রী। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ২নং সিএন্ডবি বাজার এলাকায় ঝিনুক কার সার্ভিসিং এর সামনে ফাতেমা বেগম নামের এক নারী মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী লেনে একটি পিক আপ (ঢাকামেট্টো—ন—১২—৫৩৫১) ওই নারীকে সজোড়ে ধাক্কা দিলে ওই নারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ৩০বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, শনিবার (৩০মার্চ) সকাল ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস্ কারখানার সামনে ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ৩০বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর (২১) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত জাহাঙ্গীর (২১) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেপিরকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। জাহাঙ্গীর কাকলী ফার্ণিচারে কারখানায় কর্তরত ছিল।

শুক্রবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন। তিনি জানান, গত ২৬ শে মার্চ শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার এলাকায় পারটেক্স কারখানার সামনে মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর মাথায় ও আরোহী মাহিমের হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জাহাঙ্গীরের শারিরিক অবস্থার অবনতি হলে আগারগাঁও নিউরোলজি হাসপাতলে পাঠানো হয়। সেখান থেকে জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে শুক্রবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়। শুক্রবারে আরও জাহাঙ্গীর আলম নামে একজন মারা যায়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।