শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার। বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন পদত্যাগী সভাপতি এখন মাঠে সরোব। তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ক্ষোপ । মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি । মুন্সীগঞ্জে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জিনিয়া ফেরদৌস । বকশীগঞ্জে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফারিদের স্মারকলিপি প্রদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী মুন্সীগঞ্জে গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘ এর দাফন সম্পূর্ণ । বকশীগঞ্জে শহরে ১২ ঘন্টা, গ্রামে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই মূলহোতাসহ গ্রেফতার-৫

সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

 

সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ

 

র‌্যাব পরিচয়ে ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর উত্তরা, রামপুরা, ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ১৩ জুন
বৃহস্পতিবার র‌্যাব-১ উত্তরা এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- (১) ভোলা জেলার লালমোহন থানার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম,
(২) গাইবান্ধার জেলার পলাশবাড়ী থানার মৃত আকবর আলীর ছেলে মো: জিন্নাহ মিয়া (২৭), (৩) গাজীপুর জেলার
টঙ্গী থানা এলাকার হাতেম আলীর ছেলে আমিন হেসেন (৩০),
(৪) দিনাজপুরের কাহারোলের ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম (৩৩) ও (৫) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার সিরাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৪১)।

র‌্যাব-১ জানায়, গত ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে র‌্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ২টি র‌্যাব জ্যাকেট, ২টি র‌্যাবের ক্যাপ, ১টি হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।