ওমর ফারুক রনি ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্ব›েদ্ব দুই পক্ষের সংঘর্ষে শাহিদুল ইসলাম কিনু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০জন। শুক্রবার (২৯ নভেম্বর) জুমা’র নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শাহিদুল ইসলাম কিনু মালাধর উত্তরপাড়া গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর মুসল্লীদের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামের মালাধর জামে মসজিদের মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর পূর্বের কমিটির লোকজনের সাথে নব নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ মুসল্লী শাহিদুল ইসলাম কিনু মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। নিহত ব্যক্তিকে উভয়পক্ষই তাদের পক্ষের লোক হিসেবে দাবি করছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। থানায় ফিরে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।