মেহেদি হাসান নয়ন, বাগেরহাটঃ
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে তার শরীরে বিশেষভাবে রাখা ৬ শ পিস ইয়াবা ট্যাবলেট।
সোমবার ১৭ এপ্রিল রাত দেড়টার দিকে বাগেরহাট পৌরসভার কেন্দ্রিয় বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটককৃত হালিম মৃধা (৪৫) মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের ধলু মৃধার ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুরেশ চন্দ্র হালদার।
জানা গেছে, গোয়েন্দা পুলিশের হাতে আটক হালিম মৃধা কক্সবাজার থেকে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেট ১২ টি প্যাকেটে ভরে খেয়ে ফেলে। বাসে করে সে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছায় এবং সে তার মোড়েলগঞ্জের বাড়িতে যাওয়ার জন্য অন্য যানবাহনের অপেক্ষা করছিল। এমন সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং গোয়েন্দা পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারের পরামর্শক্রমে তার শরীরের মলত্যাগের জায়গা হতে ১২ টি প্যাকেট বের করা হয়। যার মধ্যে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বাগেরহাট মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে মোঃ হালিম মৃধা নামের একজন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শরীর থেকে বিশেষ প্রক্রিয়ায় কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট ছোট একই সাইজের ১২(বারো) টি পোটলা বের হয়ে আসে। আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।