চট্টগ্রাম মিরসরাই এর বাসিন্দা প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর অভিযোগঃ
তার নিজের লেখা অভিযোগটি সোশ্যাল মিডিয়া ভাইরাল তার এই আত্মনাথ দেখার জন্য কেউ কি নাই? প্রশ্ন তুলেছেন জাতির কাছে, প্রশ্ন তুলেছেন বিবেকের কাছে, সরকার ও প্রশাসনের কাছে।
নিম্নে দেওয়া হলো স্ট্যাটাস জাহাঙ্গির হোসেনের নিজেরঃ
আমার জীবনের প্রথম শত্রু আমার বড় ভাই,যেই ভাই রাস্তায় ব্লেক করতো, ডাকাতি প্রতারণা করতো, সে ভাইকে ব্লেক ও ডাকাতি থেকে সরে আনার জন্য আমার জীবনের সমস্ত টাকা বড়তাকিয়া এন্টারপ্রাইজ প্রাঃ লিঃ কোম্পানি খুলে তাকে ৩০% শেয়ার দিই,এবং তাকে সমস্ত ব্যাবসা পরিচালনার দায়িত্ব দিই,২০০১ সালে ব্যাবসার হিসাব চাইলে বলে,গত মাসে ২০ লক্ষ টাকা আয় এবং ১৫ লক্ষ চা নাস্তায় খরচ হয়েছে,হিসাব চাওয়াটাই ছিলো আমার অফরাধ, এই ছিল আমার অফরাধ বাঁকি আমার ভিডিওটি দেখুন।
পুলিশ অপরাধী সৃষ্টি করে তাদের প্রয়োজনে, এই রকম একজন অপরাধী মিরসরাইর ডাকাত ইউছুপ এলিটের পরিবার, অফরাধ এদের খেলা, প্রথমে ডাকাতি, তার পর হাইজেক, তার পর মামলাবাজি, তার পর প্রতারণা, আজ বিত্তশালী, যারা এদের সহায়তা করছে তারা হলেন, পুলিশ, মিডিয়া, প্রশাসন ও মন্ত্রী। এই পরিবার আজ ভিআইপি, ডাকাত থেকে সিআইপি, হায়রে দেশ, শুধু টাকার দরকার, সেই টাকা কোথাথেকে আসলো তার দরকার নাই, এলিটকে দেখুন, সে একজন ডাকাতের ছেলে, বাপের অপরাধের সহযোগী, নিচের ভিডিও টি দেখুন।
রেব ৭, ৪ লক্ষ টাকা নিয়ে খুনের আসামি মিরসরাইয়ের ইউছুপকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।
তার সম্পূর্ণ কথা ভিডিওতে প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন নিজেই তার ভিডিও লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া হয়েছে
এই লিংকের থেকে সরাসরি তার মুখের কথাগুলো সুস্পষ্ট।
জাহাঙ্গীর হোসেন প্রশাসনিক এবং সরকারের বিভিন্ন উদ্ধত কর্মকর্তা কর্মচারীর সহযোগিতা চান তিনি।
https://m.facebook.com/story.php?story_fbid=1199895570188031&id=100005027980678