এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে রোজা শুরুর আগেই হঠাৎ করে লেবুর দাম বেড়ে যাওয়ায় নগরীতে অভিযান চালিয়ে ১ আড়তদার ও ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১১ মার্চ) নগরীর রিয়াজউদ্দীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানে দেখা যায়, যে লেবু আগে ৫ টাকায় বিক্রি হয়েছে সেই লেবু এখন আড়তদাররা ১২ থেকে ১৪ টাকায় বিক্রি করছেন। এমনকি তারা ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছে না। এছাড়া মূল্য তালিকা ও নেই। এসব বিষয়ের জন্য লেবু বিক্রির দায়ে মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা ও একই অপরাধে মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্ধিত মূল্যে শসা বিক্রির দায়ে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা ও বিছমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।