মোঃ মিজানুর রহমান চৌধুরী , প্রতিনিধিঃ
চট্রলার কিংবদন্তি ছাত্রনেতা, হাজার হাজার নেতা বানানোর কারিগর,
৮০ দশকের উত্তাল সময়ে চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদের ভিপি,৮৭ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা রাজনীতির সোনালী অতীত,৭৫ এর পরবর্তী কঠিন দুঃসময়ের যোদ্ধা,এরশাদ,জিয়া বিরোধী আন্দোলনের নায়ক,পরিচ্ছন্ন,নির্লোভ, অত্যন্ত বিনয়ী, নির্মোহ ও একজন সাদাসিধে রাজনীতিবিদ প্রিয় জাফর আহমদ (প্রকাশ-ভিপি জাফর) প্রিয় জাফর ভাই আজ ভোর ৫টায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজেউন)
আজ ২০/৪/২৩ ইং বাদ জোহর নামাজের পর লালদিঘী ময়দানে মরহুমের ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল , সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম , কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম আমিন , মাইনউদ্দিন হাসান চৌধুরী , বেলাল নূরী সহ চট্টগ্রামের হাজারো জনতা।