সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
“সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নিরীহ গাড়ি চালককে নির্যাতন করে হাত ভেঙ্গে দিয়েছে সেকেন্ড অফিসার মুকিব।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পঠিত

সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় সেকেন্ড অফিসার মুকিব
হাসান বেলাল নামের এক গাড়ি চালককে কোন অভিযোগ ছাড়া তার কক্ষে নিয়ে অমানবিক নির্যাতন চালায়।নির্যাতনের গাড়ি চালকের হাতের হাড় ভেঙ্গে যাওয়ার অসুস্থ হয়ে হাসপাতলে চিকিৎসাধীনে আছে।জানা গেছে গত ১২ এপ্রিল রাত ১০ টার ইয়াসিন নগর বাড়গুন্ডা এলাকায় থেকে কোন কারণ ছাড়াই পিকআপ চালক বেলা লকে হ্যান্ডকাপ পরিয়ে লাঠি পিটা করে হাত ভেঙ্গে দেয়।

থানার চারজন মিলে কথা বলায় সময় শওকত চৌধুরী নামের এক ব্যক্তির সাথে বাকবিতন্ডায় হয়। ঘটনার সূত্রপাত কাজি ফার্মস সংলগ্ন চৌধুরী বাড়ির মসজিদের সামনে ১১ ই এপ্রিলপ বিত্র রমজানের রাতে চার যুবকের অবস্থান নিয়েবা দানুবাদ হয় শওকত চৌধুরী সাথে। উক্ত ঘটনাকে কেন্দ্রী করে পরের রাতে শওকত চৌধুরীর প্ররোচনায় পুলিশ থানায় নিয়ে গাড়ি চালক বেলালের উপরঅ মানবিক নির্যাতন চালিয়েছে বলে জানা গেছে।

কোন মামলা ও অভিযোগ জিড়ি না থাকলেও অতি
উৎসাহী সীতাকুণ্ড থানায় সেকেন্ড অফিসার মুকিব
হাসান, এএসআই আরিফ ও ওসির বডিগার্ড জামিল
বেলা লকে তার কি অপরাধ জানতে চাইলেও কোন
কথা বার্তা ছাড়াই থানায় সেকেন্ড অফিসারের রুমে
নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে শারীরিক নির্যাতন শুরু করে
এক পর্যায়ে গাড়ি চালক বেলাল থানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পুলিশের ভয়ে আতংকে আছে বেলাল
ও তার পরিবার। জ্ঞান ফিরলে বেলা লকে তার স্ত্রীর
জিম্মাই দিয়েছে। ঘটনার দিন রাত ১২ টার পরে বেলা লকে থানা হেফাজত থেকে আহত অবস্থায় ছাড়লে বেলালের স্ত্রী প্রথমে মডার্ণ হাসপাতালে ভর্তি করেন,এক্সরে করালে হাতের হাড্ডি ভেঙ্গে গেছে বলে জানান।পরে সীতাকুণ্ড সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় বেলালের পরিবারকে হুমকি দেয় যাতে এ ঘটনা প্রকাশনা করে।

এ ভয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ইচ্ছে থাকলেও পরে জীবনের নিরাপত্তার কথা ভেবে ফয়েজ লেক ইউএস টিভি বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করান। বর্তমানে আহত বেলাল চিকিৎসাধীন রয়েছে খাজনায়গড়া বাসায়। রোববার ৩০ এপ্রিল হাড় জোড়া লাগানো অপারেশন সেলাই খোলার কথা। কিন্তু বেলালের চিকিৎসার সকল কাগজপত্র এসআই মুকিব হাসান ও এক ব্যক্তি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসা খরচ এসআই মুকিব হাসান দিয়েছে বলে ওজানান বেলাল। চট্টগ্রাম রেঞ্জের এক পুলিশ কর্মকতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, কোন মামলা ছাড়া পুলিশ হেফজাতে নিয়ে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়া পুলিশের আইনে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জানার জন্য সীতাকুণ্ড থানায় সেকেন্ড অফিসার মুকিব হাসানের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং ঘটনার বিষয়ে কিছু জানে না দাবি করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।