এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে জোবড়া ৭২ নম্বর কেন্দ্রে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ২ পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে সোহরাব হোসেন নোমানের স্লিপ ক্যাম্প, চেয়ার ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর ও জোবড়া রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা ৭/৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে ২জন জন ভোটার গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন ঘোড়া প্রতীকের সমর্থক মোহাম্মদ আরিফ (২৫) ও মোহাম্মদ করিম। তবে তাৎক্ষণিক আহত অন্যদের নামপরিচয় জানা যায়নি।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক থাকলেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে ২ পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কেন্দ্রে স্বাভাবিক অবস্থা রয়েছে।